হীরক জয়ন্তী ছবির হিরু সেজে মনোনয়ন জমা করলেন জয় - undefined
🎬 Watch Now: Feature Video
হীরক জয়ন্তী ছবিতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন জয় ব্যানার্জি। তাঁর অভিনীত হিরু চরিত্র দর্শকের মন জয় করেছিল। এখন তিনি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী। আজ সেই হিরু সেজে মনোনয়ন জমা করলেন তিনি।