দিদির কাছে অনুপ্রবেশকারীরা আপন আর ভারতীয় হয়েও আমরা বহিরাগত : নরোত্তম মিশ্র
🎬 Watch Now: Feature Video
"মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের এখানকার বাসিন্দা ভাবেন আর আমাদের বহিরাগত বলেন" । গৃহ সম্পর্ক অভিযানে এসে একথা বললেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র । তিনি বলেন, "দিদি বলছিল বাইরের লোক চলে আসছে । দিদিতো অনুপ্রবেশকারীদের নিজেদের ভাবেন আর আমরা তো ভারতের তাও আমাদের বাইরের লোক হিসেবে দেখেন । আগের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের প্রচারের জন্য এনেছিলেন। তারা তো বিদেশের আর আমরা এলে আমাদের বহিরাগত বলেন।" তিনি আরও বলেন, "এই রাজ্যের অনেক তৃণমূল সিপিএম নেতা যোগাযোগ রাখছেন । সময় এলে ঠিক জানতে পারবেন।"
Last Updated : Dec 9, 2020, 8:26 PM IST