Puja Parikrama : ইন্দোনেশিয়ার প্রাম্বানান মন্দির বনগাঁয় - bangaon
🎬 Watch Now: Feature Video
জেলা ছাপিয়ে রাজ্যের পুজোগুলির মধ্যে জায়গা করে নিয়েছে বনগাঁর পুজো। বেশ কয়েক বছর সেই তালিকায় রয়েছে বনগাঁর শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাব। প্রতিবছর তাদের অভিনবত্বের ছোঁয়া মন কাড়ে দর্শকের। কিন্তু করোনা আবহে হাইকোর্টের নির্দেশে পুজো মণ্ডপের জাঁকজমক অনেকটাই কমে গিয়েছে। 36 তম বর্ষে তাদের পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে ইন্দোনেশিয়ার প্রাম্বানান শিব মন্দিরের আদলে।