Firing at Howrah : পানীয় জলের সংযোগের দাবিতে গুলি, গ্রেফতার বিজেপি কর্মী - in howrah firing incident 1 bjp worker arrest

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 18, 2022, 10:03 PM IST

পানীয় জলের সংযোগ আগে দিতে হবে তাকে ৷ আর তা নিয়েই বচসা ও গণ্ডগোলের জেরে হাওড়ার বেলুড়ের সাপুইপাড়া 12 নম্বর পোল এলাকায় মদ্যপ অবস্থায় গুলি চালানোর অভিযোগ উঠল স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত বিজেপি কর্মী পানীয় জলের সংযোগ আগে দিতে হবে তাঁকে ৷ আর তা নিয়েই বচসা ও গন্ডগোলের জেরে হাওড়ার বেলুড়ের সাপুইপাড়া 12 নম্বর পোল এলাকায় মদ্যপ অবস্থায় গুলি চালানোর অভিযোগ উঠল স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত বিজেপি কর্মী রমেশ চৌধুরীকে গ্রেফতার করে নিশ্চিন্দা থানার পুলিশ (firing at howrah) ৷ এলাকার অন্যান্য বাসিন্দারা প্রতিবাদ করলে রমেশ কোমর থেকে একটি বন্দুক বের করে প্রথমে মাটিতে এবং তারপর শূন্যে দু‘টি গুলি করে বলে অভিযোগ ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত বিজেপি কর্মীর ছেলে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.