যাদবপুর-প্রেসিডেন্সির ভোটকে মডেল করার দাবি SFI-এর - Srijan Bhattachrya

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 21, 2020, 9:21 PM IST

Updated : Feb 21, 2020, 11:26 PM IST

গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষাঙ্গনে ভোট হলে বামপন্থীরাই জয়ী হবে দাবি SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের । গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফলাফলের পর বেশ কিছুটা আত্মবিশ্বাসী তারা । মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে সৃজন বলেন,"আগামী দশদিন রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন সংঘটিত করুক সরকার । তাহলেই বোঝা যাবে শিক্ষাঙ্গনগুলিতে কারা ক্ষমতায় থাকে । এদিন সৃজন জানান, ABVP, TMCP-কে পড়ুয়ারা প্রত্যাখ্যান করেছে । অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হলে পরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে SFI ক্ষমতায় আসবে । " তাঁর অভিযোগ, অতীতে যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচন হয়েছে সব ক'টিতে গুন্ডামি করেছে শাসক দল‌ । শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের পড়াশোনার খরচ কমানোর জন্য দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দেবে SFI নেতৃত্ব ।
Last Updated : Feb 21, 2020, 11:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.