আগামীদিনে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই: কণিষ্ক - শুভেন্দুর জন্মদিন
🎬 Watch Now: Feature Video
আগামীদিনে শুভেন্দু যাতে মুখ্যমন্ত্রী হতে পারেন ঠাকুরের কাছে সেই কামনা জানালাম ৷ তৃণমূল করে যা পাপ করেছিলাম, ঠাকুর যেন আমাদের ক্ষমা করে দেয় ৷ জনতা আমাদের যেন ক্ষমা করে দেয় ৷ এই ভুল আর কোনও দিন হবে না ৷ শুভেন্দুর জন্মদিনে পার্টি অফিসে কেক কেটে এমনটাই বললেন শুভেন্দু-ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডা ৷
TAGGED:
Kanishka Panda