হিম্মত থাকলে আটকে দেখান, জেলা সভাপতিকে চ্যালেঞ্জ হুমায়ুনের - Humayun Kabir challenges abu taher to stop him from election participation
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10232395-thumbnail-3x2-hu.jpg)
রেজিনগরে তৃণমূলের দলীয় সভায় ডাক না পেয়ে কার্যত জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। জেলা সভাপতির নাম করেই তাঁকে আক্রমণের নিশানায় এনেছেন হুমায়ুন কবীর । তিনি জানান, তাঁকে বসিয়ে রাখার চেষ্টা করা হলেও তিনি বসে থাকার পাত্র নন । আরও জানান, ২০২১ এর নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন । জেলা সভাপতিকে ক্ষমতা থাকলে আটকানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি ।