ATM প্রতারণার হাত থেকে রক্ষা কী ভাবে ? - ATM সিকিওরিটি গার্ড
🎬 Watch Now: Feature Video
খুব সাধারণ কয়েকটা বিষয় । তাহলেই রক্ষা পাবে আপনার কষ্টার্জিত অর্থ । এমনই জানাচ্ছেন কলকাতার গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা । পুলিশের পরামর্শ, নির্দিষ্ট সময় অন্তর বদলে ফেলুন ATM-র পিন । চেষ্টা করতে হবে সেই ATM ব্যবহারের যেখানে সবসময় সিকিওরিটি গার্ড থাকে । নতুন মেশিনগুলি অনেকটা নিরাপদ । সেগুলি ব্যবহারের চেষ্টা করতে হবে । পিন দেওয়ার সময় আর এক হাত দিয়ে সুরক্ষা করতে হবে । শুনে নিন, ঠিক কী বলছেন গোয়েন্দা প্রধান ।