ভস্মীভূত বুথ সভাপতির বাড়ি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - 2021 বিধানসভা নির্বাচন
🎬 Watch Now: Feature Video
পুড়ে তছনছ হয়ে গিয়েছে গোছানো ঘরটি ৷ আগুনের জেরে প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে খাট, আলমারি সহ আসবাবপত্র ৷ তবে এটি দুর্ঘটনা নয়, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির ৷ গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার ঝরখালী কোস্টাল থানার ত্রিদিব নগরে বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন লাগে ৷ বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা এই কাজ করেছে ৷ অন্ধকারে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে প্রথমে ভয় দেখিয়ে যায়, পরে মাঝরাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে ওই বুথ সভাপতির অভিযোগ ৷ যদিও তা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।