ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরুলিয়া - heavy fogg in purulia
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়ায় জাঁকিয়ে শীত পড়ল। আজ সকাল থেকে জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন । আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস । ঘন কুয়াশার জেরে যানবাহন চলাচলেও ব্যাঘাত ঘটে । শীতের হাত থেকে বাঁচতে সকাল থেকে মাঠেঘাটে উনুন জ্বালিয়ে তাপ নিচ্ছে সাধারণ মানুষ । প্রবল শীতের জেরে বাড়ির বাইর বেরোতে নারাজ অধিকাংশই ।