টাটাকে তাড়িয়ে যুবকদের সঙ্গে অন্যায় করেছি : মুকুল - injustice to the youth
🎬 Watch Now: Feature Video
সিঙ্গুর আন্দোলন তৃণমূলকে শক্তি জমি করে দিয়েছিল রাজ্যে । সেই আন্দোলনে মমতার সঙ্গী মুকুল রায় আজ বললেন, সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়ে অন্যায় করেছিলেন । আজ নন্দীগ্রামে এক জনসভা থেকে তিনি বলেন , "যুবকদের সাথে অন্যায় করেছি । টাটাকে তাড়িয়ে দেওয়ার ফলে রাজ্যে আর কোনও কলকারখানা স্থাপিত হয়নি । আমরা ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর কাছে দরবার করব , টাটাকে সিঙ্গুরে ফিরিয়ে আনার দাবি জানাব । "