প্রধানমন্ত্রী স্নাতকের সার্টিফিকেট দেখাতে পারছেন না, আমাদের কাগজ চাইছেন: হরকা বাহাদুর - NRC
🎬 Watch Now: Feature Video
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ পাহাড়ের জন আন্দোলন পার্টির নেতা ও প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রীর ৷ শুক্রবার বারাসত বিশেষ আদালতে পুরোনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে এসেছিলেন হরকা বাহাদুর ছেত্রী ৷ সেখানে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নিজেই স্নাতকের সার্টিফিকেট দেখাতে পারছেন না, কিন্তু আমাদের কাছ থেকে কাগজ চাইছেন ৷ এটা কীকরে সম্ভব ৷" তিনি আরও বলেন, "পাহাড়ে এখনও অনেক জায়গায় স্কুল নেই । তাহলে কীভাবে একজন পাহাড়বাসী ১৯৪৮ সালের স্কুল সার্টিফিকেট দেখাতে পারবে । ১৯৭২ সালে কালিম্পঙে প্রথম সরকারি হাসপাতাল তৈরি হয়েছে । কারও পক্ষে কি ১৯৪৮ সালের সার্টিফিকেট দেওয়া সম্ভব? যে সমস্ত সার্টিফিকেট নাগরিকত্ব প্রমাণের জন্য দাখিল করার কথা বলা হয়েছে, সেগুলোর অধিকাংশের পরিকাঠামোই এখনও ঠিকভাবে পাহাড়ে গড়ে ওঠেনি । তাহলে যেখানে সরকারি পরিকাঠামোই গড়ে ওঠেনি, সেখানে সার্টিফিকেট চাওয়ার কোনও মানেই হয় না ।"