Guwahati Bikaner Express Derail : আচমকা একটা ঝটকা, ট্রেন উল্টে যেতেই ধোঁয়ায় ভরে গেল চারিদিক... - ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
ভীষণ জোরে যাচ্ছিল ট্রেন ৷ হঠাৎই একটা ঝটকা ৷ তারপরই উল্টে গেল ট্রেনটা ৷ চারিদিক কীরকম ধোঁয়া ধোঁয়া হয়ে যায় ৷ ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে বসে গুয়াহাটি বিকানের ট্রেন দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন বছর আঠারোর বিশাল বর্মন (Guwahati Bikaner Express Derail) ৷ বিশাল তিন নম্বর বগিতে ছিলেন ৷ দুর্ঘটনার পর ট্রেনের দরজা দিয়ে বেরিয়ে আসেন ৷ তবে বেশি চোট আঘাত লাগেনি তাঁর ৷ এদিকে রাত 9টা পর্যন্ত ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে 27 জন আহতকে নিয়ে আসা হয় ৷ জানান ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ড. লাকি দেওয়ান ৷