Threatening govt employee: কান্দিতে সরকারি অফিসে পার্শ্বশিক্ষককে হুমকি আধিকারিকের - সরকারি অফিসে পার্শ্বশিক্ষককে হুমকি আধিকারিকের
🎬 Watch Now: Feature Video
অফিসে মুখে সিগারেট নিয়ে পার্শ্বশিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল সরকারি আধিকারিকের বিরুদ্ধে (Threatening govt employee) ৷ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দিতে ৷ পার্শ্বশিক্ষককে হুমকি ও অসভ্য ব্যবহারের অভিযোগ ওঠে কান্দি ব্লক ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে। অফিসের মধ্যে মুখে সিগারেট নিয়ে সরকারি আধিকারিকের এহেন আচরণে সমালোচনার ঝড় উঠেছে। পরে পুলিশ এসে আটক করে পার্শ্বশিক্ষককে । পরে ছেড়েও দেয় । পার্শ্বশিক্ষকের সঙ্গে চূড়ান্ত অপমানজনক আচরণে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভূমি সংস্থার আধিকারিক বাসক দত্ত মজুমদারের কাছে স্কুলের একটি জায়গার সমস্যার নিয়ে গিয়েছিলেন পার্শ্বশিক্ষক শাহাদাত শেখ। সেখানে গিয়ে সমস্যার কথা জানাতেই বিএলআরও তাঁর সঙ্গে অভব্য আচরণ করে করে বলেও অভিযোগ। বিএলআরওকে উত্তেজিত ও মারমুখী হতেও দেখা যায় গিয়েছে।
TAGGED:
Threatening govt employee