Snake : ছুঁচো খেয়ে পেট মোটা, দেওয়াল ভেঙে সাপ উদ্ধার বনকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের - snake rescue
🎬 Watch Now: Feature Video
জলপাইগুড়ি পৌরসভার সেনপাড়ার বাসিন্দা প্রকাশ রায়ের বাড়িতে একটি দাঁড়াশ সাপ ঢুকে পড়ায় আতঙ্কে সাপকে বের করতে ফিনাইল ছিটিয়েছিল বাড়ির লোকজন । আর তাতেই বিপত্তি । ছুঁচো খেতে সাপ আশ্রয় নেয় দুই দেওয়ালের মাঝে । ছুঁচো খেয়ে মোটা হয়ে যাওয়ায় দুই দেওয়ালের দুই ইঞ্চি ফাঁকা জায়গায় আটকে যায় ৷ অবশেষে বাড়ির দেওয়াল ভেঙে সাপটিকে উদ্ধার করেন বনকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ।