পর্দায় পছন্দের হিরোর এন্ট্রি, বদ্ধ প্রেক্ষাগৃহে আতসবাজি ফাটানোয় মত্ত দর্শক - পর্দায় পছন্দের হিরোর এন্ট্রি, আতসবাজি ফাটানোয় মত্ত দর্শক
🎬 Watch Now: Feature Video
বড় পর্দায় পছন্দের হিরোকে দেখলে কে না উচ্ছ্বসিত হয় ! তা বলে বদ্ধ পেক্ষাগৃহে আতসবাজি ফাটানো ! একদমই তাই ৷ মহারাষ্ট্রের মালেগাঁওের এক সিনেমাহলে এমনই অবাক করা দৃশ্য ধরা পড়ল ৷ পর্দায় সবে করণ-অর্জুন সিনেমা শুরু হয়েছে ৷ সিনেমায় শাহরুখ-সলমানের এন্ট্রি হতেই ফাটতে শুরু করে একের পর এক আতসবাজি ৷ প্রায় 15 মিনিট ধরে চলে বাজি ফাটানোর রমরমা ৷ পরে প্রেক্ষাগৃহের কর্মীরা খবর দেয় মালাগাঁও থানার পুলিশকে ৷ পুলিশ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আটক করে ৷ তাদের বিরূদ্ধে আইপিসির কয়েকটি ধারায় মামলাও রুজু করা হয় ৷ ঘটনার জেরে কেউ আহত বা নিহত হননি বলে জনায় পুলিশ ৷ বড় পর্দায় পছন্দের হিরোকে দেখলে কে না উচ্ছ্বসিত হয় ! তা বলে বদ্ধ প্রেক্ষাগৃহে আতসবাজি ফাটানো! একদমই তাই ৷ দীর্ঘ লকডাউনের পর মহারাষ্ট্রের মালগাঁওের এক সিনেমাহলে এমনই অবাক করা দৃশ্য ধরা পড়ল ৷ পর্দায় সবে করণ-অর্জুন সিনেমা শুরু হয়েছে ৷ সিনেমায় শাহরুখ-সলমানের এন্ট্রি হতেই ফাটতে শুরু করে একের পর এক আতসবাজি ৷ প্রায় 15 মিনিট ধরে চলে বাজি ফাটানোর রমরমা ৷ পরে প্রেক্ষাগৃহের কর্মীরা খবর দেয় মালেগাঁও থানার পুলিশকে ৷ পুলিশ অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তিদের আটক করে ৷ তাদের বিরূদ্ধে আইপিসির কয়েকটি ধারায় মামলাও রুজু করা হয় ৷ ঘটনার জেরে কেউ আহত বা নিহত হননি বলে জনায় পুলিশ ৷