জয়চণ্ডী পাহাড়ে আগুন - পর্যটন উৎসব
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10067896-365-10067896-1609398322433.jpg)
রঘুনাথপুরে জয়চণ্ডী পাহাড়ে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷ পর্যটন উৎসব চলার সময়ই পাহাড়ে আগুন লাগা লক্ষ্য করেন পর্যটকরা । বুধবার রাতে হঠাৎই পাহাড়ের গায়ে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে। তারাই খবর দেন রঘুনাথপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন ৷ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালান তাঁরা । কিন্তু পাহাড়ের চূড়ায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাঁদের। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা করেন দমকল কর্মীরা । প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কীভাবে এই আগুন লাগে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি ৷