উলেনের দেহ নিয়ে গজলডোবায় পৌঁছাল পরিবার - উলেনের দেহ নিয়ে গজলডোবায় পৌঁছাল পরিবার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 16, 2020, 6:25 PM IST

Updated : Dec 16, 2020, 6:32 PM IST

অবশেষে মৃত্যুর 9 দিন পর উলেন রায়ের দেহ নিয়ে বাড়ি ফিরল তাঁর পরিবার । শেষ শ্রদ্ধা জানাল বিজেপি । 7 ডিসেম্বর উত্তরকন্যা অভিযানে পুলিশের ছোড়া গুলিতে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলা হয় পরিবার ও বিজেপির পক্ষ থেকে । অন্যদিকে, রাতের অন্ধকারে মৃতদেহটিকে সকলের অজান্তে তড়িঘড়ি ময়নাতদন্ত করায় সন্দেহ আরও বাড়ে । পরবর্তীতে ফের একবার ময়নাতদন্ত করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় তারা । দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতি আদালত থেকে না মিললেও গুলিতেই যে উলেন রায়ের মৃত্যু হয়েছে, তা পরিষ্কার হয় ময়নাতদন্তের রিপোর্টে । এরপরেই আজ আদালতের নির্দেশ মেনে দেহ নিয়ে যেতে মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পৌঁছায় উলেন রায়ের পরিবার ও দার্জিলিং, জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্ব ও সমর্থকরা । দেহ নেওয়ার সময় প্রথমে বেগ পেতে হলেও পরে সব নিয়ম মেনেই দেহ নিয়ে গজলডোবার উদ্দেশে রওনা হয় তারা । তবে উলেন রায়ের মৃত্যু নিয়ে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্য ও জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বামী ।
Last Updated : Dec 16, 2020, 6:32 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.