জয়দেব মণ্ডলের বাড়ি থেকে কিছু না বলেই চলে গেলেন তদন্তকারীরা - জয়দেব মণ্ডলের বাড়িতে তল্লাশি, রাখঢাক তদন্তকারীদের
🎬 Watch Now: Feature Video
আসানসোলের ব্যবসায়ী জয়দেব মণ্ডলের বাড়িতে প্রায় 5 ঘণ্টা রুদ্ধদ্বার তল্লাশি চালানোর পর কার্যত মুখ ঢেকেই বেরিয়ে গেলেন তদন্তকারীরা । বারবার জিজ্ঞাসা করা হলেও তাঁরা মুখ খোলেননি । তদন্তকারীরা কেন এসেছিলেন, কি নিয়ে গেলেন কিছুই স্পষ্ট হল না । ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া ইসিএলের গাড়িতে ওই তদন্তকারীরা এসেছিলেন । বেআইনি কয়লা নিয়ে যখন লালা, বিনয় মিশ্রের নাম উঠে এসেছে, তখন জয়দেব মণ্ডলের বাড়িতে তল্লাশি নিয়ে কেন এত রাখঢাক বোঝা যায়নি ।