Rail Engine Derail : ফের লাইনচ্যুত ময়নাগুড়ি দুর্ঘটনার সেই রেল ইঞ্জিন - ফের লাইনচ্যুত ময়নাগুড়ি দুর্ঘটনার সেই রেল ইঞ্জিন
🎬 Watch Now: Feature Video
ফের দুর্ঘটনার কবলে পড়ল দিন কয়েক আগে ময়নাগুড়ির দোমোহনিতে দুর্ঘটনায় পরা অভিশপ্ত বিকানির-গুয়াহাটি এক্সপ্রেসের ইঞ্জিনটি । শনিবার রাতে ময়নাগুড়ি থেকে শিলিগুড়িতে আসার পথে ওই ইঞ্জিনটি ফের লাইনচ্যুত হয়ে যায় (Rail Engine Derailed) ৷ শিলিগুড়ি জংশন রেল স্টেশনের ডিজেল শেডে ঢোকার মুখে লাইন থেকে বেরিয়ে যায় ইঞ্জিনটি । তার জেরে স্টেশনে দাঁড়িয়ে থাকা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । রেল কর্মীদের ঘন্টাখানেক চেষ্টার পর ফের ইঞ্জিনটিকে ট্রেন লাইনে তোলা সম্ভব হয় । রেল সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনটিকে রাতেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের শেডে নিয়ে যাওয়া হবে । সেখানেই ওই ইঞ্জিনটির মেরামতি করা হবে । গত 13 জানুয়ারি ময়নাগুড়ির দোমোহনিতে বিকানির-গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হয় ৷ মারা যান 9 যাত্রী ৷