ভাটপাড়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য়; বোমাবাজি, গুলিতে মৃত 2 - Police Station

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 20, 2019, 2:04 PM IST

ভাটপাড়া ফাঁড়িকে নতুন থানা হিসেবে উদ্বোধনের সময় কয়েকজন দুষ্কৃতী থানার পাশে রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশও পালটা গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই । এখনও বোমাবাজি চলছে বলে জানা গেছে । গুলি লেগে জখম হয় দু'জন দুষ্কৃতী । তাদের ব্যারাকপুর BN বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে মৃত্যু হয় দু'জনেরই । রাস্তা থেকে উদ্ধার হয়েছে একাধিক বোমা । রাস্তা থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ । বন্দুকটি দুষ্কৃতীরাই ফেলে পালিয়েছে বলে অনুমান । ঘটনার জেরে রাস্তাঘাট ফাঁকা । বন্ধ রয়েছে যান চলাচলও । পরিস্থিতি সামাল দিতে ভাটপাড়ার বিভিন্ন এলাকায় নামানো হয়েছে কমব্যাট ফোর্স, RAF ও কুইক রেসপন্স টিম । এদিকে হামলার দায় একে অপরের বিরুদ্ধে চাপাচ্ছে তৃণমূল ও BJP ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.