লোকাল ট্রেন বন্ধ হতেই শুনশান দুর্গাপুর স্টেশন - লোকাল ট্রেন বন্ধ
🎬 Watch Now: Feature Video
বৃহস্পতিবার সকাল থেকে রাজ্য জুড়ে লোকাল ট্রেন বন্ধ । করোনা রুখতে এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । দুর্গাপুর রেলস্টেশন তাই সকাল থেকেই শুনশান । অতি জনবহুল দুর্গাপুর রেলস্টেশনে কোনও মানুষকে দেখা গেল না আজ । শহর থেকে শহরতলিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের তরফে ট্রেন বন্ধের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।