New Years Eve : সংক্রমণের বাড়বাড়ন্তে বর্ষবরণে কড়া দুর্গাপুর পুলিশ - durgapur police taking strict steps
🎬 Watch Now: Feature Video
বর্ষশেষের বিদায়ের পাশাপাশি নতুনকে স্বাগত জানানোর দিন ৷ আর তার সঙ্গে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ ৷ দৈনিক লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ এই পরিস্থিতিতে কড়া দুর্গাপুর থানার পুলিশ (durgapur police taking strict steps as covid graph is increasing) ৷ সারাদিন তাদের কখনও দেখা গেল শাসন করতে তো আবার কখনও পথচলতি মানুষদের মাস্ক পরিয়ে সচেতনতার পাঠ দিতে । শিশু উদ্যান থেকে শুরু করে রেস্তোরাঁ, তিনতারা হোটেলে থেকে শপিংমল ৷ সর্বত্রই কড়া নজরদারি চালাতে দেখা গেল দুর্গাপুর থানার পুলিশকে । রাস্তায় নামানো হলো কমব্যাট ফোর্স । রাস্তায় দুর্ঘটনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে দুর্গাপুর থানার পুলিশের পক্ষ থেকে ।