জমে উঠেছে মহাষষ্ঠী, সম্প্রীতির বার্তা ভবানীপুরে - Bhawanipur
🎬 Watch Now: Feature Video
মহাষষ্ঠী ৷ বাংলার প্রতিটি প্যান্ডেলে মানুষের ঢল ৷ ষষ্ঠীর রাতে আলোয় আলোকময় দক্ষিণ থেকে উত্তর কলকাতা ৷ দক্ষিণ কলকাতার অন্যতম পুজো ভবানীপুর 75 পল্লি ৷ তাদের ভাবনায় এবার সম্প্রীতি ৷ গোটা পৃথিবী জুড়ে হিংসার আবহ । যে আবহের পিছনে কারণ হিসাবে রয়েছে ধর্ম । যার জেরে, এবার পুজোয় "সম্প্রীতির বার্তা" দিচ্ছে ভবানীপুর 75 পল্লির পুজো মণ্ডপ । মহাষষ্ঠীর সন্ধ্যায় জমে উঠেছে এই পুজোমণ্ডপ । বহু মানুষ ভিড় জমিয়েছেন । এবছর এই পুজো 55 বছরে পড়ল । তাদের এবারের থিম 'নাগরদোলায় সবার পুজো' ৷