Puja Parikrama: নটিংহ্যামে মায়ের আরাধনা, করোনা আতঙ্ক কাটিয়ে জমজমাট প্রবাসের পুজো - প্রবাসে শারদোৎসব
🎬 Watch Now: Feature Video
সাতসমুদ্র তেরো নদীর পারে মায়ের আরাধনা । শারদোৎসবে মেতেছেন নটিংহ্যামে ইউনাইটেড কিংডম কালচারাল সেন্টার (UKHCC)-র প্রবাসী বাঙালিরা ৷ নটিংহ্যামে বসবাসকারী প্রায় সকল বাঙালিরা পরিবার নিয়ে এই দুর্গাপুজোয় সামিল হয়েছেন ৷ করোনা সংক্রমণ এবং সামাজিক দূরত্ববিধির কারণে গতবছর দুর্গাপুজো করেনি নটিংহ্যামের ইউনাইটেড কিংডম কালচারাল সেন্টার ৷ কিন্তু, এবার কুমারটুলির শিল্পী প্রশান্ত পালের তৈরি প্রতিমা পাড়ি দেয় ইংল্যান্ডের এই শহরে ৷ সেখানেই ধুমধাম করে চলছে মায়ের আরাধনা ৷