দুর্গাপুরে 16টি সকেট বোমা নিষ্ক্রিয় করল বম স্কয়্যাড
🎬 Watch Now: Feature Video
গুদামঘর থেকে উদ্ধার হল দুই জার সকেট বোমা । দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের শান্তিনগরের ঘটনা । শান্তিনগরে ঝন্টু মণ্ডলের একটি গুদামঘর রয়েছে । আজ সকালে সেই গুদামঘরে গিয়ে জার ভরতি বোমা দেখতে পান তিনি । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে 16টি শকেট বোমা উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ । CID বম স্কয়্যাড বোমাগুলি নিষ্ক্রিয় করে ।