উপার্জনের আশায় প্রথমবার কলকাতায় তারাপীঠের ঢাকিরা
সাত সকালে শিয়ালদহ স্টেশন চত্বর ঢাকের আওয়াজে গম গম করছে ৷ ঢাক বাজাচ্ছেন নরেশ দাস, পরেশ দাসরা ৷ তারাপীঠ থেকে এবার প্রথম কলকাতায় এসেছেন তাঁরা ৷ যদি কিছু উপার্জন হয়, এই আশায় ৷ কোরোনা পরিস্থিতিতে রোজগার প্রায় বন্ধ ৷ হাতে টাকা নেই ৷ তাই আশা নিয়ে কলকাতা আসা । দুর্গাপুজোয় বায়না আসেনি ৷ ভরসা একমাত্র কালীপুজো ৷