সর্বজনের দোল উৎসবে সামিল কালীবাড়ি স্পোর্টিং ক্লাব - dol yatra ২০২১
🎬 Watch Now: Feature Video
উৎসব সবার । আর রংয়ের উৎসবে প্রত্যেকের সামিল হওয়ার অধিকার আছে । এই ভাবনা থেকে এবারের দোল উৎসব পালন করল দত্তপুকুরের কালীবাড়ি স্পোর্টিং ক্লাব । ক্লাবের সদস্যরা স্থানীয়দের নিয়ে বিশেষ শোভাযাত্রার আয়োজন করেন । কচিকাঁচাদের নাচ-গানের মধ্যে দিয়ে দিনটি পালন করেন তাঁরা । পাশাপাশি করোনা বিধি মেনে রং খেলতে দেখা যায় প্রত্যেককে ।