কুম্ভিরাশ্রু না ফেলে তেলের দাম কমাক কেন্দ্র : প্রদীপ ভট্টাচার্য - কুম্ভিরাশ্রু না ফেলে তেলের দাম কমাক কেন্দ্র, কটাক্ষ প্রদীপ ভট্টাচার্য-র
🎬 Watch Now: Feature Video
"নির্মলা সীতারমনের অনুমতি ছাড়া তেলের দাম বাড়েনি । এখন কুম্ভিরাশ্রু না ফেলে যদি পারেন তেলের দাম কমান ।" কটাক্ষ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যর ৷ তিনি আরও বলেন, "পৃথিবীর কোনও দেশে তেলের দাম এত বাড়েনি । নরেন্দ্র মোদির সরকার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের কঠিন অর্থনৈতিক সংকটে ফেলার জন্য এই ধরনের প্রক্রিয়া গ্রহণ করেছে । তীব্র নিন্দা করছি ।"