এলাকার রাস্তা নিয়ে ক্ষোভ উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের, জবাব জেলা সভাপতির - প্রবীর ঘোষাল
🎬 Watch Now: Feature Video
"তৃণমূলের হুগলি জেলা সংগঠন নতুন করে সাজানো হয়েছে ৷ কিন্তু তা আদৌ কতটা ফলপ্রসূ হয়েছে !" শংসয় প্রকাশ করলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল । তাঁর মতে, আগামী বিধানসভা নির্বাচনে সবটা প্রমাণ হবে ৷ নিজের বিধানসভা কেন্দ্রের উন্নয়ন নিয়েও ক্ষোভ উগরে দিলেন বিধায়ক ৷ বলেন, "একটি গুরুত্বপূর্ণ রাস্তা মাসের পর মাস ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে । সবখানে জানানো হলেও কাজ হচ্ছে না ৷" বিধায়কের ক্ষোভের জবাব দিলন দলের জেলা সভাপতি দিলীপ যাদব । তিনি বলেন, "উনি আমাদের দলের বিধায়ক ৷ ওঁর কোনও মত থাকলে দলের ফোরাম তার প্রতিক্রিয়া জানাবে । যদি কোনও কাজ বাকি থাকে নির্দিষ্ট প্রক্রিয়ার সরকার সেই কাজ নিশ্চিত ভাবেই করবে । তবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত কাজ করেছেন ৷ তার আগের সরকার তত কাজ করা তো দূর, করার কথা ভাবেওনি ৷"