মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া হল 16 হাজার কিউসেক জল - বাঁকুড়ার খবর
🎬 Watch Now: Feature Video
গত কয়েকদিনের টানা বর্ষণের জের। বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার থেকে কয়েক ধাপে প্রায় 16 হাজার কিউসেক জল ছাড়া হল । জলাধারের ছ’টি গেট খুলে দেওয়া হয়েছে । কংসাবতী নদীতে 10 হাজার কিউসেক এবং ঝাড়গ্রামগামী সেচ খালে ছাড়া হয়েছে এক হাজার 500 কিউসেক জল এবং সিমলাপাল বা দক্ষিণ-পূর্ব বাঁকুড়াগামী অপর একটি সেচ খালে চার হাজার 500 কিউসেক জল ছাড়া হয়েছে এপর্যন্ত । বর্তমানে জলাধারে 430 ফুট জল রয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত। যা বিপদসীমার নিচে রয়েছে । এতে নদীর দক্ষিণ তীরে অবস্থিত পাথরডাঙা এবং উত্তর তীরে অবস্থিত ভেলাইডিহা এলাকার প্রায় 8 থেকে 10 টি গ্রামের মানুষ যে কজওয়েটি দিয়ে যাতায়াত করেন, সেটি প্লাবিত হয় এবং তার উপর দিয়ে জল বয়ে চলেছে।