কেশব মৌর্যকে যোগী কাজ করতে দেয় না তাই টিকিট কেটে পাঠিয়েছে, কটাক্ষ দিলীপ যাদবের - হুগলি
🎬 Watch Now: Feature Video
উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে কটাক্ষ হুগলি জেলা সভাপতি দিলীপ যাদবের ৷ তিনি বলেন, "ভোটের সময় এ রাজ্যে কেশব মৌর্যরা আসবেন । তাঁরা জানেন না দীর্ঘদিন ধরে স্বামীজির উদ্দেশে "বিবেক চেতনা" হয় । দলীয় ভাবে আমরা স্বামীজির জন্মদিন পালন করি । আর তাঁরা চাল সংগ্রহ করে বলছেন মানুষের সেবা করছেন । বাংলার মানুষ জানে মানুষকে সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয় । আমদের মুখ্যমন্ত্রী মানুষের সেবা করছেন। আসলে কেশব মৌর্যকে যোগী কোনও কাজ করতে দেয় না । তাই ট্রেনের টিকিট কেটে দিয়ে বলছেন আপনি কলকাতা ও আসে পাশের জেলা ঘুরে বেড়ান।