একরাতের মধ্যে কীভাবে তৈরি ময়নাতদন্তের রিপোর্ট ? রায়গঞ্জে কর্মীর মৃত্যুতে প্রশ্ন দিলীপের - police killed bjp worker
🎬 Watch Now: Feature Video
রায়গঞ্জে পুলিশ হেপাজতে এক BJP কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে । তা নিয়ে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ইটাহারের এক BJP কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে পুলিশ ৷ তাঁর কিডনি পর্যন্ত ফেটে যায় ৷ তারপর তাঁকে অন্য জায়গায় নিয়ে গিয়ে গুলি করে মারা হয় ৷ বাড়ির লোক এসব ব্যাপারে কিছুই জানে না ৷ শরীরে 5টি বুলেট পাওয়া গিয়েছে ৷ সিভিক পুলিশ গিয়ে তাঁর দেহ উদ্ধার করে নিয়ে আসে ৷" তিনি আরও বলেন, "একরাতের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি হল কী করে ! সমস্ত কাজই বেআইনিভাবে হয়েছে ৷" ইতিমধ্যেই আরও একবার ময়নাতদন্তের দাবি তুলেছে BJP নেতৃত্ব ।