দলে অভিজ্ঞতার অভাব আছে, তথাগতদা এলে আমাদেরই লাভ : দিলীপ - তথাগত রায়
🎬 Watch Now: Feature Video
রাজারহাটের বাসভবনে সাংবাদিক বৈঠক করে তথাগত রায়ের সম্পর্কে নিজের মতামত জানান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘আমাদের দলে অভিজ্ঞতার অভাব আছে, রাহুলদা, মুকুলদা অভিজ্ঞ আছেন, সেখানে তথাগতদা যোগ হলে সেটা আমাদের লাভ ।’’