গান্ধি সংকল্প যাত্রা হবে রাজ্যে, জানালেন দিলীপ ঘোষ - গান্ধি সংকল্প যাত্রা
🎬 Watch Now: Feature Video
মহাত্মা গান্ধির আদর্শকে গ্রামে গ্রামে পৌঁছে দিতে 'গান্ধি সংকল্প যাত্রা' করবে BJP । আজ BJP-র দপ্তরে সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । 15 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত রাজ্যে এই সংকল্প যাত্রা হবে । প্রতি লোকসভা কেন্দ্রে 150 কিলোমিটার পদযাত্রা হবে । প্রতিদিন 15 কিলোমিটার হাঁটবেন রাজ্যের সর্বস্তরের নেতৃত্ব ।