Dilip Ghosh : বিরোধী ভোটাররা ভবানীপুরে ভয়ে ভোট দিতে পারেননি, দাবি দিলীপের - Mamata Banerjee
🎬 Watch Now: Feature Video
গতকাল, রবিবার প্রকাশিত হয়েছে ভবানীপুর উপনির্বাচনের ফলাফল ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড মার্জিনে জিতেছেন ৷ এই নির্বাচন নিয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘‘যেরকম ওখানে আশা করা হয়েছিল, সেরকমই হয়েছে । আমরা তো ওখানে বিজয়ী হয়নি । লড়াই দিয়েছি। যেভাবে ভয়ের পরিবেশে ওখানে নির্বাচন হয়েছে । প্রথম থেকেই হিংসা, বিরোধীদের আটকানোর চেষ্টা । আর পুরোপুরি নির্বাচনটা করানো হয়েছে । সেভাবেই রেজাল্ট হয়েছে । ভোট বেশি পেয়েছে । সাধারণ মানুষ ও বিরোধী ভোটাররা ভয়ে ভোট দিতে বেরোয়নি । আর সেজন্যই ভোট বেশি হয়েছে ।’’ এছাড়াও দিলীপ ঘোষ আরও একাধিক ইস্যুতে মন্তব্য করেছেন ৷
Last Updated : Oct 4, 2021, 1:26 PM IST