নন্দীগ্রামে সভা করতে ভয় পেয়েছেন দিদিমণি, কটাক্ষ দিলীপের - নন্দীগ্রামে সভা করতে ভয় পেয়েছে
🎬 Watch Now: Feature Video
"যিনি বিধায়ক তিনি রামনগরের । আর যাওয়ার কথা নন্দীগ্রামে । ভয় পেয়েছেন দিদিমণি । আর যাওয়ার ইচ্ছা নেইও মনে হয় । নন্দীগ্রামের ইতিহাস শেষ হয়ে গেছে । নন্দীগ্রাম ভাঙিয়ে বেশিদিন খাওয়া যাবে না ।" আজ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ । পাশাপাশি অভিষেকের ফাঁসি মন্তব্য নিয়েও তাঁকে আক্রমণ করেন দিলীপবাবু । 7 জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মমতার । কিন্তু আপাতত তিনি সেই সভায় যোগ দিচ্ছেন না বলে খবর । অখিল গিরি কোরোনায় আক্রান্ত হওয়ায় এই সফর স্থগিত হয়েছে বলে জানান সুব্রত মুখোপাধ্যায় ।