ভোটের জন্য দাউদ বা লস্করের সঙ্গেও বন্ধুত্ব করতে পারে দিদি : অধীর - দিদি দাউদ ইব্রাহিম বা লস্কর-ই-তৈবা সঙ্গেও বন্ধুত্ব করতে পারে
🎬 Watch Now: Feature Video
"কখনও মনে হয় ভোটে জেতার জন্য দাউদ ইব্রাহিমের সঙ্গে কিংবা প্রয়োজনে লস্কর-ই-তইবার সঙ্গেও দোস্তি করতে পারে দিদি । সাধারণ মানুষ কোথায় যাবে ? বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে।" রায়গঞ্জে শিলিগুড়ি মোড় এলাকায় এসে ঠিক এই ভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। জনসভা থেকে শুভেন্দু এবং বিমল গুরুংকে নিয়েও তীব্র কটাক্ষ করেন অধীরবাবু। তিনি বলেন, দিদির ভাইয়ের অভাব নেই। শুভেন্দু ভাইকে তাড়িয়েছেন, বিমল গুরুং ভাই এসেছেন । তাঁকে একসময় সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।