হাওড়ায় বাম ছাত্র-যুবদের মিছিল শান্তিপূর্ণ, বলছেন DG - police allegedly lathi charge at Howrah rally
🎬 Watch Now: Feature Video
হাওড়ায় বাম ছাত্র-যুবদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ ৷ কাঁদানে গ্যাস, জলকামানও ছোড়া হয়েছে ৷ যদিও রাজ্য পুলিশের DG বীরেন্দ্র বলেন, "আমি এরকম খবর পাইনি ৷ মিছিল ছিল একটা ৷ সেটা শান্তিপূর্ণভাবেই হয়েছে ৷ " দেখুন ভিডিয়ো...