উলেন রায়ের বাড়িতে দেবশ্রী, সিবিআই তদন্তের দাবি - ulen_roy
🎬 Watch Now: Feature Video
জলপাইগুড়িতে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃতদেহ তাঁর বাড়িতে আনা হল । গতকাল সন্ধ্যায় তাঁর বাড়িতে সমবেদনা জানাতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি-সহ জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী এবং জেলার নেতারা । । পাশাপাশি, উলেন রায়ের পরিবারের তরফে জানানো হয়েছে, উলেন রায়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত করতে হবে ৷ বিজেপিকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে আইনানুগ বিষয়টি দেখার জন্য । শাসকদলের পক্ষ থেকে কেউ বাড়িতে আসেনি ।