বারাবনিতে ব্যক্তির মাথা থেঁতলানো দেহ উদ্ধার - a dead body recovers
🎬 Watch Now: Feature Video
আসানসোলের বারাবনির খনি এলাকায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । মৃত কান্তি কর্মকার(40) জামগ্রামের খরাবর এলাকার বাসিন্দা । আজ সকালে কান্তিকে মাথা থেঁতলানো অবস্থায় খনি চত্বরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা । পরে ক্ষতিপূরণ চেয়ে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । ঘটনাস্থানে আসে বারাবনি থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে । স্থানীয়দের অভিযোগ, খনিতে কয়লা বহনকারী ডাম্পার থেকে কয়লা পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ।