অন্ডালে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন একজন - dead body found in Singaran river in Andal
🎬 Watch Now: Feature Video
গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির জেরে বৃদ্ধি পেয়েছে অন্ডালের সিঙ্গারান নদীর জল ৷ যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর অস্থায়ী বাঁধ ৷ নদীর এপার থেকে ওপারে যাওয়ার একমাত্র রাস্তা ছিল এটি ৷ এরকম বিপজ্জনক পরিস্থিতিতে নদীর ওপারে চাষের জমিতে যেতে গিয়ে তলিয়ে যান এক ব্যক্তি ৷ স্থানীয়রা প্রথমটা খোঁজাখুঁজি করলেও তাঁর হদিশ পাননি ৷ তারপর খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে ৷ ঘণ্টাখানেকের মধ্যে এসে তাঁরা ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে নিখোঁজ ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে ৷ মৃতের নাম বিনয় মণ্ডল ( 43) ৷ অন্ডালের দিগনালা গ্রামের বাসিন্দা তিনি ৷ খবর দেওয়া হয় অন্ডাল থানায় ৷ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷