Snowfall in Darjeeling : ফের তুষারস্নাত শৈলরানি, সাদা তুষারে মুখ ঢাকল পাহাড় - ফের তুষারস্নাত শৈলরাণী সাদা তুষারে মুখ ঢাকলো পাহাড়
🎬 Watch Now: Feature Video
শুক্রবার সকালে ফের তুষারে মুখ ঢাকল শৈলরানি দার্জিলিং (Darjeeling witnesses a snowfall again)। এই নিয়ে গত একমাসে ষষ্ঠবার তুষারপাত হল দার্জিলিংয়ে । এদিন সকালে দার্জিলিংয়ের টাইগার হিল, চটকপুর, বাতাসিয়া লুপ, জলাপাহাড়, তিন মাইল-সহ একাধিক এলাকায় তুষারপাত হয়। তুষারপাতের জেরে ভীষণ ভাবে কমে গিয়েছে পাহাড়ের তাপমাত্রা । এদিকে সমতলেও সকাল থেকে চলছে বৃষ্টিপাত । ফলে শীত আরও জাঁকিয়ে পড়ছে গোটা পাহাড়জুড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবারও একইভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।