Hailstorm at Darjeeling : পাহাড়জুড়ে শিলাবৃষ্টি, দার্জিলিংয়ে দ্রুত নামছে পারদ - darjeeling receives heavy hailstorm and rainfall today
🎬 Watch Now: Feature Video
বৃষ্টির পূর্বাভাস ছিলই ৷ বুধবার সকাল থেকে সেইমতো বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে ৷ তবে বৃষ্টির আগে আজ ব্যাপক শিলাবৃষ্টি দেখেছে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, সোনাদা, মিরিক, টুং, দিলারাম, জিরো পয়েন্ট সহ একাধিক এলাকা (Hailstorm at Darjeeling ) ৷ সাদা শিলায় ঢেকে যায় পাহাড়ের অলিগলি । আজ এবং আগামিকাল উত্তর সিকিম, পূর্ব সিকিম সহ পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এদিনের শিলাবৃষ্টির জেরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে জাঁকিয়ে শীত পড়েছে ৷
Last Updated : Jan 12, 2022, 7:04 PM IST