Samshergunj-Jangipur : বৃষ্টি উপেক্ষা করে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোটের লাইনে জনতা - জঙ্গিপুর
🎬 Watch Now: Feature Video
ঝিরঝিরে বৃষ্টিতেই জঙ্গিপুর ও সামশেরগঞ্জে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব । তবে অধিকাংশ বুথেই ছাতা মাথায় ভোটের লম্বা লাইন চোখে পড়েছে ৷ সকাল সকাল ভোটের লাইনে মহিলাদের ভিড় বেশি লক্ষ্য করা গিয়েছে । কড়া নিরাপত্তা বেষ্টনীতে চলছে ভোটগ্রহণ । সামশেরগঞ্জ বিধানসভার প্রতাপগঞ্জ অঞ্চলের 175 নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ায় এখনও শুরু করা যায়নি ভোটগ্রহণ প্রক্রিয়া । বাকি জায়গাগুলিতে নির্বিঘ্নেই চলছে নির্বাচন ৷