Sujan Chakraborty attacks Modi-Mamata : সুস্থ স্বাভাবিক ভোট চান না মোদি-মমতা, অভিযোগ সুজনের - ত্রিপুরা নিয়ে মোদি-মমতাকে আক্রমণ সুজনের
🎬 Watch Now: Feature Video
উত্তর 24 পরগনা জেলার পানিহাটি আঞ্চলিক কমিটির একটি অনুষ্ঠানে রবিবার যোগ দেন সিপিআইএম নেতা Sujan Chakraborty ৷ সেই অনুষ্ঠানে যোগ দিয়ে বাম নেতা (cpim leader) বলেন, "যেখানে ভোট হয় না সেখানে 1 নম্বর 3 নম্বর তার কোনও মানে নেই । আমরা কাউন্টিংয়ে যাইনি কারণ ওখানে ভোট হয়নি । বিজেপি জিতবে না জেনে তৃণমূলকে সঙ্গে নিয়ে গিয়েছে বিরোধী ভোটকে ভাগ করার জন্য । বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য । হেভিওয়েট নেতৃত্বের উপর ভোট নির্ভর করে না । ভোট নির্ভর করে গণতন্ত্রের বোধের উপরে। এ বিষয়ে মোদিজী-মমতার বোধ একইরকম । এরা কেউই চায় না সুস্থ স্বাভাবিক ভোট হোক (Sujan Chakraborty attacks Modi-Mamata) ।"