Press Distributes food : দুর্গতদের পাশে কোস্টাল প্রেস কর্নার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 26, 2021, 2:27 PM IST

শুধু খবর পরিবেশন করাই নয়, খবরের পরিবেশনের পাশাপাশি বানভাসি মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলার সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সংগঠন "কোস্টাল প্রেস কর্নার।" ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার অতি বর্ষণের কারণে কেলেঘাই নদীবাঁধ ভেঙে প্লাবিত হয় পটাশপুর ও ভগবানপুর বিধানসভার বিস্তীর্ণ এলাকা। জলবন্দি হয়ে পড়েন প্রায় তিন লক্ষাধিক মানুষ। খবর করতে গিয়ে সংবাদমাধ্যমে ক্যামেরায় উঠে আসে এলাকার দুর্দশার চিত্র। একমুঠো খাবারের জন্য হাহাকার করছে বানভাসি এলাকার মানুষেরা। সেই চিত্র দেখে পূর্ব মেদিনীপুরের "কোস্টাল প্রেস কর্নার" সদস্যরা তাদের জন্য ছুটে যান খাওয়ার নিয়ে। যেখানে দীর্ঘদিন ধরে বানভাসি গ্রামের মানুষেরা এখনও পর্যন্ত কোনও ত্রাণ পাননি। সেইসব অনাহারে মানুষের পাশে দাঁড়াতে হাজির হয় সংবাদকর্মীরা। তাঁরা রান্না করা খাওয়ার পরিবেশন করে বানভাসি মানুষদের। প্রায় 900 জনকে দুপুরে রান্না করা খাওয়ার পরিবেশন করা হয়।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.