পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিল কংগ্রেসের - পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
🎬 Watch Now: Feature Video
লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্য ও জ্বালানি গ্যাসের দাম । তার প্রতিবাদে বিরোধীরা সরব । গতকাল বিকেলে তারই প্রতিবাদে রাস্তায় নামল মহিলা কংগ্রেস নেতা কর্মীরা । আসানসোলের বিএনআর এলাকায় মিছিল করে, পথ সভা করে আন্দোলনকারীরা । গ্যাস সিলিন্ডার নিয়ে থালা বাজিয়ে মিছিলে নামে মহিলারা । কংগ্রেস নেত্রী ইন্দ্রাণী মিশ্রের নেতৃত্বে এই আন্দোলন হয় ।
Last Updated : Feb 26, 2021, 11:09 AM IST