মাথা ন্যাড়া করে, মরাকান্না কেঁদে মোদির প্রতীকী শবযাত্রা আসানসোলে - Congress protests Petrol Diesel Price Hike
🎬 Watch Now: Feature Video
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জাতীয় কংগ্রেসের । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মৃতদেহ সাজিয়ে চলল শবযাত্রা । পুরানো জিটি রোডে আসানসোল বাজার এলাকায় মিছিল করা হয় । এরপর বাজার এলাকায় প্রতীকী শবটিকে শায়িত করে মাথা ন্যাড়া করে, চলে মরাকান্না । কংগ্রেসের নেতারা সুর দিয়ে মরাকান্না কেঁদে নরেন্দ্র মোদির প্রতীকী শবদাহ করেন ।