বাংলায় 40 শতাংশ বেকারত্ব কমায় মুখ্যমন্ত্রীর নোবেল পাওয়া উচিত, কটাক্ষ অধীরের - মুখ্যমন্ত্রীর নোবেল পাওয়া উচিত
🎬 Watch Now: Feature Video
বাংলায় 40 শতাংশ বেকারত্ব কমেছে । একাধিকবার এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ এক ভিড়িয়ো বার্তায় মুখ্যমন্ত্রীর এই দাবিকে কটাক্ষ করলেন অধীর চৌধুরি ৷ তিনি বলেন, "সারা বিশ্বে যেখানে বেকারত্ব বাড়ছে সেখানে বাংলায় 40 শতাংশ বেকার কমায় বাংলার মুখ্যমন্ত্রীর নোবেল পাওয়া উচিত।" বেকারদের যন্ত্রণা নিয়ে মুখ্যমন্ত্রী পরিহাস করছেন বলেও দাবি করেন অধীরবাবু।